ক্যাচ মিসের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ

ভারতের বিপক্ষে টসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। আশা জাগিয়েও দলীয় ২০ রানে সাজঘরে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। সে ধারাবাহিকতায় শুরুতেই হতাশ করেছেন তামিম ইবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তবে এর চেয়েও বেশি চোখে পড়েছেন ভারতীয় ফিল্ডারের ক্যাচ মিসের মহড়া। যে হারে ক্যাচ মিস করেছে রোহিত শর্মার দল, তা দেখে অনেকেই আশায় বুক বেঁধে ছিলেন হয়তো বড় সংগ্রহ গড়লেও গড়তে পারে বাংলাদেশ।
ভারতীয় ফিল্ডারদের এই ব্যর্থতা মোটেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা।
অবশ্য ক্যাচ মিসের মহড়ায় ভারতীয় ফিল্ডারদের ব্যস্ততার শুরুটা ম্যাচের শুরুর ওভার থেকেই। ওয়াশিংটন সুন্দরের বলটা সৌম্য সরকার হাঁকাতে চেয়েছিলেন উপর দিয়েই। স্কোয়ার লেগে জড়ো হয়েছিলেন তিন ফিল্ডার। কেউই হাতে জমাতে পারেননি ক্যাচটা।
এরপর দলনায়ক রোহিত শর্মাই ছেড়েছেন তামিম ইকবালের ক্যাচ। কভারে ভারতীয় দলপতির হাতে লেগেও শেষমেশ তামিম বেঁচে যান বল মাটিতে পড়ে যাওয়ায়।
বিজয় শঙ্করের করা ইনিংসের সপ্তম ওভারে এরপর যেন প্রতিযোগিতা করে ক্যাচ ছাড়লেন সুরেশ রায়না আর সুন্দর। তৃতীয় ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রায়না মিড অফে হাতেই নিতে পারলেন না লিটন দাসের ক্যাচটা। পঞ্চম বলে আবারও সেই লিটন করেছিলেন পুল। ফিল্ডিং মিসের দিনে তরুণ সুন্দর কেন পিছিয়ে থাকবেন! ফের লিটন জীবন পেলেন ফাইন লেগে।