দুই টেস্ট নিষিদ্ধ রাবাদা
স্টিভেন স্মিথের উইকেটটা ততক্ষণে তুলে নিয়েছিলেন কাগিসো রাবাদা। লেগ বিফোরের ফাঁদে ফেলে স্মিথকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে হঠাৎ অসি অধিনায়ককে ধাক্কাই দিয়ে বসেন এই তরুণ পেসার। এমন আচরণে রাবাদার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠে থাকা দুই আম্পায়ার। সে অভিযোগের ভিত্তিতে আইসিসি রাবাদাকে দিয়েছে দ্বিতীয় স্তরের সাজা। আগে থেকেই পাঁচ ডিমেরিট পয়েন্ট ছিল রাবাদার নামের পাশে। ফলে অসিদের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট খেলতে পারছেন না এই ডানহাতি পেসার তেমনটা নিশ্চিতই।
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন কাণ্ড করেন রাবাদা। আইসিসির খেলোয়াড় নীতিমালার ৪২.৩.১ ধারায় বলা আছে, প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে অপ্রয়োজনীয় ও ইচ্ছাকৃত কোনো শারীরিক আঘাত করা যাবেনা। অন্যথায়, দ্বিতীয় স্তরের সাজা ভোগ করতে হবে। এই স্তরে ৩-৪ ডিমেরিট পয়েন্টের সঙ্গে যোগ হবে আর্থিক জরিমানাও।
আগে থেকেই পাঁচ ডিমেরিট পয়েন্ট ছিল রাবাদার নামের পাশে। এবার ম্যাচ রেফারি জেফ ক্রো এই ডানহাতি পেসারকে এনেছেন দ্বিতীয় স্তরের শাস্তির আওতায়। যার ফলে নূন্যতম তিনটি ডিমেরিট পয়েন্ট হজম করতে হবে রাবাদাকে। মোট ৮ ডিমেরিট পয়েন্টে তাই সিরিজের বাকি টেস্টগুলোতে রাবাদাকে হয়ে থাকতে হবে দর্শক।
শাস্তির আওতায় এলেও সফরকারী অস্ট্রেলিয়াকে পোর্ট এলিজাবেথে বোলিংয়ের আগুনে পুড়িয়েছেন রাবাদা। টেস্ট ক্রিকেটে সপ্তমবারের মতো তুলে নিয়েছেন পাঁচ উইকেট। প্রথম দিনেই অতিথিদের গুটিয়ে দিয়েছিল স্বাগতিকরা।
সতীর্থ কুইন্টন ডি ককের সঙ্গে ডেভিড ওয়ার্নারের অমন আচরণ বোধহয় মেনে নিতে পারেননি রাবাদা। সে কারণেই বোধহয় স্টিভেন স্মিথকে ধাক্কাই দিয়ে বসেছেন এই তরুণ। যেমন কাণ্ড, তেমন ফল। অসি সহ-অধিনায়কের মতো রাবাদাকেও পড়তে হয়েছে দ্বিতীয় স্তরের সাজার কবলে। ডিমেরিট পয়েন্ট তো জানা গেল। এবার জানার অপেক্ষা ম্যাচ ফির কত শতাংশ রাবাদাকে জমা দিতে হচ্ছে আইসিসির তহবিলে।