বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হতে বিলম্ব

নিদাহাস ট্রফির লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। আপাতত পুরো মাঠ ঢেকে আছে কভারে। বৃষ্টির কারণে টসের আনুষ্ঠানিকতাও হয়নি এখনো।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। বৃষ্টির বাধায় মাঠে গড়াতে আধা ঘন্টা দেরি হবে।
টি-টোয়েন্টিতে মোট নয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। মাঠে নামার আগে বাংলাদেশের জয়ের সংখ্যা অবশ্য ভয় ধরাচ্ছেই। শ্রীলঙ্কার ৭ জয়ের বিপরীতে মাহমুদউল্লাহদের নামের পাশে জয়ের সংখ্যা মাত্র দুটি।
আপাতত বাংলাদেশের সামনে সুখস্মৃতি বা আত্মবিশ্বাসের রসদ যাই বলা হোক না কেন, সেটা এক জায়গায়ই। স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে বছর খানেক আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার বিদায়ী সেই ম্যাচে শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ।
সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন সিরিজ খুইয়ে এবার লঙ্কার ঘরে বাংলাদেশের পরীক্ষা দেওয়ার পালা।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।