ডি ভিলিয়ার্সের শতকে বাড়ল প্রোটিয়াদের লিড

দ্বিতীয় দিনেই লিডের খাতা খুলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে সেই লিড একশোর ঘর পার করিয়ে নিজেও শতক তুলে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দল গুটিয়ে গেলেও একপ্রান্ত আগলে থাকা ডি ভিলিয়ার্স রয়ে গিয়েছিলেন অপরাজিতই।
পোর্ট এলিজাবেথে তিন উইকেট হাতে নিয়ে আগের দিনের ২৬৩ রানে তৃতীয় দিন শুরু করেছিল প্রোটিয়ারা। স্বাগতিকদের দ্রুত অলআউট করে দেওয়ার অস্ট্রেলীয় চেষ্টাটাকে বৃথা করে দিয়েছেন এক ডি ভিলিয়ার্সই। লেজের ব্যাটসম্যানদের নিয়ে গড়েছেন জুটি। ডি ভিলিয়ার্সের কল্যাণে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১৩৯ রানের লিড। প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়েছে ৩৮২ রানে।
৭৪ রান নিয়ে খেলতে নেমে ডি ভিলিয়ার্স দেখা পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে ২২তম শতকের। আর শেষ তিন বছরের মধ্যে এটাই ছিল সাবেক প্রোটিয়া অধিনায়কের প্রথম কোনো শতক। এর আগে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যাপটাউনে ডি ভিলিয়ার্স দেখা পেয়েছিলেন শতকের।
অষ্টম উইকেট জুটিতে ভারনন ফিল্যান্ডারকে সঙ্গে নিয়ে ডি ভিলিয়ার্সের সংগ্রহ ছিল ৮৪ রান। ৩৬ রান করে ফিল্যান্ডার ফিরলে কেশব মহারাজকে নিয়ে ফের রান তোলায় ব্যস্ত হন ভিলিয়ার্স। ১১৭ বলেই তুলে নেন ম্যাচে নিজের শতক। ২০টি চার আর এক ছয়ে অপরাজিত থেকে যান ১২৬ রানে। এই নিয়ে ১৮তম বার সাদা পোশাকে হার-না-মানা ইনিংস খেললেন ভিলিয়ার্স।
কেশবের ব্যাট থেকে আসে ৩০ রান। প্যাট কামিন্স তুলে নেন তিন উইকেট।
সেন্ট জর্জস পার্কে নিজেদের দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে অতিথিদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৮৬ রান।