ফেদেরারে মুগ্ধ কোহলি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/14/photo-1521020850.jpg)
টেনিসের মাঠে বয়সটা কোনোমতে ৩০ ছুঁলেই ক্যারিয়ারের ইতিটা মোটামুটি টেনেই নিতে হয় খেলোয়াড়দের। সে জায়গাটায় একদমই ব্যতিক্রম রজার ফেদেরার। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস দুনিয়ায় চমকের পর চমক দিয়েই যাচ্ছেন ৩৬ বছর বয়সী ফেদেরার। সুইস এই টেনিস তারকায় বুঁদ হয়ে রয়েছেন পৃথিবীর তাবৎ ক্রীড়াপ্রেমী। এবার বিরাট কোহলি জানালেন ফেদেরারে মুগ্ধ তিনিও।
সবচেয়ে বেশি বয়সে র্যাংকিংয়ের শীর্ষে চড়ে কদিন আগেই ফেদেরার গড়েছেন রেকর্ড। সঙ্গে ফেদেরার অর্জনের ঝুলিতে রয়েছে সর্বাধিক ২০ গ্র্যান্ড স্ল্যামের মুকুট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফেদেরারও শরীরটাকে প্রস্তুত করেছেন ধকল নেওয়ার মতো করেই। এই তো শেষ অস্ট্রেলিয়ান ওপেনের আগের বছরটাতেই ফেদেরার নিজেকে রেখেছিলেন টেনিসের বাইরেই। আবার যখন ফিরলেন, তখন জিতে নিলেন নিজের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা।
সাফল্য পেতে যথার্থ বিশ্রামের প্রয়োজনটা যে ভীষণ জরুরি, সেটা কোহলির চেয়ে ভালো বোঝার কথাও নয় কারো। ক্যারিয়ারকে আগলে রাখতে ফেদেরারের এমন নিবেদনে মুগ্ধ হয়েছেন ভারতীয় দলনায়ক। নিজের শরীরটাও ক্রিকেটের ব্যস্ত সূচিতে বলা চলে জর্জরিতই। তাই কোহলি নিজেও এ মুহূর্তে রয়েছেন বিশ্রামে।
গতকাল একটি ইভেন্টের প্রচারমূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোহলি। সেখানেই সুইস টেনিস কিংবদন্তীর বন্দনায় ভারতীয় দলপতি বলেছেন, ‘তাঁর খেলা সব সময়ই সুন্দর। লোকের কান না দিয়ে তিনি তাঁর শরীরের কথা ভেবেছেন। আর তাতেই পেয়েছেন সাফল্য, একের পর গ্র্যান্ড স্ল্যাম জিতেই চলেছেন। আমার ভীষণ ভালো লাগছে এটা দেখে যে, ৩৬ বছর বয়সেও তিনি সব যুক্তিতর্ককে হার মানাচ্ছেন। সাধারণ হওয়াটা আমার ঠিক পছন্দ নয়। সব বাধা পেরিয়ে তিনি হয়ে উঠেছেন অসাধারণ। ফেদেরারের প্রতি আমার শ্রদ্ধা।’
ভারতীয় দল এ মুহূর্তে শ্রীলঙ্কায় ব্যস্ত নিদাহাস ট্রফির লড়াইয়ে। অতিরিক্ত ম্যাচ খেলার চাপ থেকে কোহলির প্রয়োজন ছিল একটু বিশ্রামের। আর সে কারণেই বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে মাঠে গড়ানো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে ছুটি দিয়েছে ভারতীয় বোর্ড।