বার্সা-চেলসির আরেকটি মহারণ আজ
প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ বুধবার দিবাগত রাতে আবার মুখোমুখ হবে দুই দল। বাংলাদেশ সময় পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম লেগের অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠে নামলেও এই ম্যাচ নিয়ে শঙ্কামুক্ত নয় বার্সেলোনা। এই লেগ গোলশূন্য ড্র হলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বার্সেলোনা। কিন্তু খেলাটা যদি ২-২ কিংবা তার বড় ব্যবধানে ড্র হয়, তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে কাতালান ক্লাবটিকে।
অ্যাওয়ে গোলে পেয়ে সুবিধা জনক অবস্থানে থাকলেও তা ম্যাচের ভাগ্য গড়ার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখবে না, এ কথা প্রথম লেগ শেষেই বলেছেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভেলভার্দে। কারণ তিনি মনে করেন, প্রথম লেগ ড্র হওয়ায় দু’দল ই তাদের নিজস্ব ধরন অনুযায়ী দ্বিতীয় লেগ খেলবে এবং জয় তুলে নিতে চাইবে।
দ্বিতীয় লেগের ম্যাচে দু’দলই মরিয়া হয়ে চাইবে প্রতিপক্ষকে পরাস্ত করে জয় তুলে নিতে। প্রথম লেগে চেলসির পক্ষে গোল করা ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান চেলসির জয়ে দৃঢ় আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের দারুণ ম্যাচ উপহার দিতে হবে। বল নিয়ে কৌশলী খেলার বাইরেও আমাদের জেতার ব্যাপারে মনোবল অটুট রাখতে হবে।’
বার্সেলোনা শিবিরের জন্য আশার কথা হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে চেলসির বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ এই মিডফিল্ডার দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং মুখিয়ে আছেন চেলসির বিপক্ষে মাঠে নামার জন্য।
অন্যদিকে, প্রথম লেগে চেলসির বিপক্ষে গোল খরা কাটিয়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোল পেয়েছেন। যদিও ভেলভার্দে শিবির চেলসিকে সমীহ করছেন তবে বার্সেলোনা কোচ আশা করছেন তাঁর ছেলেরা পুরো সামর্থ্য দিয়েই নিজেদের মাঠে জয় তুলে নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করবে।