বোলিংয়ে উন্নতি চান ওয়ালশ

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার আগামীকালের ম্যাচটি পেতে যাচ্ছে অঘোষিত সেমিফাইনালের মর্যাদা। কারণ বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আগেই।
বাংলাদেশকে টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশও তেমনটাই মনে করেন। টাইগারদের জয়ের জন্য বোলিংয়ে উন্নতির তাগিদ দিয়ে ওয়ালশ বলেন, ‘রুবেল ফর্মেই আছে। অন্যরাও যদি ভালো বল করে তবে জয়ের ক্ষেত্রে তা বড় ভূমিকা রাখতে পারে। যদি বলি আমরা ভালো বোলিং করছি, তবে সেটা মিথ্যে বলা হবে। মাঠে আমরা সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে পারছি না। দলের উন্নতি হচ্ছে, তবে যত দ্রুত আশা করছি, তেমনটা হচ্ছে না। যদি আমরা সবাই মিলে সেরাটা দিতে পারি, তবে আশা করা যায় শুক্রবারের ম্যাচে ভালোফলই আসবে।’
সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণের ধার বাড়াবে বলে মনে করেন ওয়ালস। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাকিব তাঁর নিজস্ব গতিতে আছে। যদি সে পুরোপুরি ফিট থাকে, তবে তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্য দলের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।’
আগামীকাল প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
গতকাল বুধবার বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।