ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করার লড়াইয়ের প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছিল আর্সেনাল। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচেও অতিথিদের ছাড় দেয়নি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বৃহস্পতিবার ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারী দলটি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। মিলানের ব্যর্থতায় ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে স্বাগতিকরা। তারা একটু ধাতস্থ হতেই একের পর এক আক্রমণ করতে থাকে মিলান শিবিরে। তাদের আক্রমণ প্রতিহত করতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।
দলের এমন দিশেহারা অবস্থায়ই ম্যাচের ৩৫ মিনিটে দলকে লিড এনে দেন হাকান কালহানোগলু। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তুরস্কের এই তারকা।
তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। মিলানের গোল করার মাত্র চার মিনিটের ব্যবধানে গোল পরিশোধ করে আর্সেনাল। বক্সের ভেতরে ড্যানি ওয়েলবেককে ফাউল করার খেসারত দিতে হয় মিলানকে। সফল স্পট কিক থেকে বল জালে জড়ান এই ইংলিশ উইঙ্গার।
ম্যাচে সমতায় ফিরেই আত্মবিশ্বাস আরো বেড়ে যায় স্বাগতিকদের। বিরতি থেকে ফিরেই ম্যাচের দখল নিয়ে নেয় আর্সেনাল। ম্যাচের ৭১ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান গ্রানিত শাকিরি। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন ওয়েলবেক। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় আর্সেনালের।
এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লকোমটিভ মস্কোকে। ফলে দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বড় ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।