নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না সাকিব
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম কত ঘটনারই না সাক্ষী হলো। জিততে জিততেও হেরে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। স্টেডিয়ামে উপস্থিত লঙ্কান সমর্থকরা যখনই উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ব্যাটে ঝড় তুলে সবকিছু এলোমেলো করে দিয়েছেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন নাটকীয়ভাবে।
এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে ছিল অঘটন আর বিতর্কেরও ছড়াছড়ি। জয়-পরাজয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন দু’দল, সেই শেষ ওভারে আম্পায়ারের নো বল না দেয়ার ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নো বল নাকচ করে দেওয়ার সিদ্ধান্ত ক্ষেপিয়ে তোলে তাঁকে। উত্তেজিত সাকিব মাঠের বাউন্ডারি লাইনে চলে আসেন। এমন অনৈতিক সিদ্ধান্ত মেনে না নিয়ে রাগত ভঙ্গিতেই দলকে বেরিয়ে আসতে বলেন মাঠ থেকে।
ম্যাচের পর কথার উত্তাপ যতই থাকুক, সবকিছু ছাপিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসার মত পরিস্থিতি তৈরির কারণে সাকিবের সামনে নিষেধাজ্ঞার ঝুঁকি ছিল। ফাইনালের আগে সাকিবের নিষেধাজ্ঞা দলের জন্য আরো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াত।
তবে বাংলাদেশ শিবিরের জন্য সুসংবাদ হচ্ছে- সাকিবকে বড় কোনো শাস্তি পেতে হচ্ছে না। ম্যাচ রেফারি ক্রিস ব্রড সাকিবের ম্যাচ ফিয়ের ২৫ শতাংশ কর্তন ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।
অবশ্য একাদশের বাহিরে থাকা নুরুল হাসানও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। মাঠের বাহিরে লঙ্কান খেলোয়াড়দের সাথে তিনি বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
তবে সমস্যার উৎপত্তি যেহেতু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে, এজন্যই সাকিবকে হয়তো বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।