কীভাবে ভাঙল বাংলাদেশের ড্রেসিংরুমের কাঁচ
নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় মুখোমুখি লড়াইটা স্মরণীয় হয়ে থাকবে বেশ কয়েকটি বিতর্কের কারণে। মাঠে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি সমানতালে ঘটে গেছে বিতর্কিত সব ঘটনা। টাইগার শিবিরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়, শেষ ওভারের উত্তেজনা, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, অবিশ্বাস্য জয়, টিম টাইগারের বুনো জয়োৎসব, ম্যাচের পরে প্রতিপক্ষ দলের সাথে বিবাদে জড়িয়ে পড়া- এসব কিছুই ঘটে গেছে গতকালকের ম্যাচে।
এখানেই শেষ হয়নি। ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমের কাঁচ পাওয়া গেছে ভাঙা অবস্থায়। প্রতিশোধপ্রবণ হয়ে শ্রীলঙ্কার সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে অনেকেই।
তবে পরে ইঙ্গিত পাওয়া গেছে যে, কাঁচের একটি দরজা ভেঙেছে ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে গিয়ে। তবে এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি সিসিটিভি ফুটেজ দেখেছেন। ওখানে নিযুক্ত কর্মীদের সাক্ষ্য নিয়েছেন।
ব্রড ধারণা করছেন, জয়ের পর আনন্দ করতে গিয়েই ভেঙ্গে গেছে কাঁচের দরজাটি। এর জন্য দায়ী হতে পারে বাংলাদেশের কোনো খেলোয়াড়। তবে এটা ইচ্ছেকৃত কোনো কাজ নয়। ব্রড যে ফুটেজ দেখেছেন, সেটাকে পর্যাপ্ত মনে করছেন না। তিনি বাহিরের দিকের ফুটেজ দেখে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও এ জন্য ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে।