মাহমুদউল্লাহর দারুণ কীর্তি
ওয়ানডে বা টেস্টের মতো টি-টোয়েন্টির মঞ্চেও ভরসার প্রতীক মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে গত শুক্রবার রাতে বাংলাদেশ জয় পেয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে ভর করেই। এবার মাহমুদউল্লাহ ঢুকে গেলেন টি-টোয়েন্টি ফরম্যাটের এক হাজার রানের ক্লাবে।
নিদাহাস ট্রফিতে মাহমুদউল্লাহ এসেছিলেন দলের অধিনায়ক হয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে নিজে জিতিয়েছেন, আরেক ম্যাচে সঙ্গ দিয়েছেন মুশফিককে। ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে এক হাজার রানের মাইলফলক ছুঁতে মাহমুদউল্লাহর প্রয়োজন ছিল চার রান। বিজয় শংকরের বলটা লং অনে ঠেলে দিয়েই টি-টোয়েন্টির মঞ্চে মাহমুদউল্লাহ ঢুকে যান হাজারী ক্লাবে।
এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সংগ্রহ করেছিলেন এক হাজার রান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ করলেন এই মাইলফলক।
সব মিলিয়ে মাহমুদউল্লাহ মাঠে নেমেছেন ৬৭টি টি-টোয়েন্টিতে। ১১৯.৮১ স্ট্রাইক রেটে গত ম্যাচের জয়ের নায়কের সংগ্রহ ১,০১৬ রান। তিনটি অর্ধশতকের পাশাপাশি মাহমুদউল্লাহ অপরাজিত হয়ে মাঠ ছেড়েছেন ১২ বার।
ওয়ানডে আর টেস্টের মতো তামিমও টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সংগ্রহ করেছেন সর্বোচ্চ রান, ১,৩৮৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ১,২৩৭ রান। এই ম্যাচে মাইলফলক ছুঁয়ে মাহমুদউল্লাহ আবার বনে গেছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। গত ম্যাচেই এক হাজার রান সংগ্রহ করা মুশফিকের সংগ্রহ ১,০১২ রান।