রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/19/photo-1521443840.jpg)
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগে আবারও জ্বলে উঠেছেন। অপেক্ষাকৃত কম শক্তিশালী জিরোনার বিপক্ষে ম্যাচে প্রমাণ দিয়েছেন শ্রেষ্ঠত্বের। একাই চার গোল করে দলকে এনে দিয়েছেন ৬-৩ গোলের বড় জয়।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে বল নিয়ন্ত্রণে ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের ১১ মিনিটেই রোনালদো গোলের সুযোগ পান। টনি ক্রুসের বাড়ানো বল জোরালো শটে গোল করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ম্যাচের ২৯ মিনিটেই অবশ্য রিয়ালের সঙ্গে সমতায় আসে জিরোনা। কারভাহালের ভুলে অযথা ফাউলের সুযোগ কাজে লাগান স্টুয়ানি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই করিম বেনজেমার দারুণ এক পাস থেকে ম্যাচের ৪৭ মিনিটেই নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। ম্যাচের ৫৯ মিনিটে রিয়ালের তৃতীয় গোলেও অবদান রোনালদোর। পর্তুগিজ ফরোয়ার্ডের পাসে দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান ভাসকেস।
ম্যাচের ৬৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো। যদিও গোলটা বেনজেমারই পাওয়ার কথা, তবে বেনজেমা গোল করতে ব্যর্থ হলেও ভুল করেননি রোনালদো। বেনজেমার ব্যর্থতায় নিজের হ্যাটট্রিক তুলে নেন এই রিয়াল ফরোয়ার্ড।
অবশ্য এর তিন মিনিট পরেই জিরোনাকে আশা দেখান স্টুয়ানি। দারুণ ফর্মে থাকা স্টুয়ানি ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন। তবে ম্যাচের ৮৬ মিনিটে জিরোনাকে আশাহত করেন গ্যারেথ বেল। গোলবন্যার এই ম্যাচে বেলের গোলের দুই মিনিট পরেই প্রতিপক্ষ জিরোনা ব্যবধান বাড়ায়।
ইনজুরি সময়ে ম্যাচের ৯১ মিনিটে ম্যাচ ফিরে যায় প্রথম অবস্থায়। প্রথম গোলের মতো শেষ গোলটাও রোনালদোর, পাস টনি ক্রুসের। গোলবন্যার এই ম্যাচ শেষ হয় ৬-৩ ব্যবধানে।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।