বাংলাদেশের বন্দনায় রোহিত
পুরো ম্যাচে সমানে সমানে লড়ে বাংলাদেশ হেরে গিয়েছে একদম শেষের বলটাতে। রোহিত শর্মার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষ বলে ছয় হাঁকিয়ে দিনেশ কার্তিক ভারতকে এনে দিয়েছেন শিরোপা। আবারও ফাইনালে হারের একবুক যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন সাকিব-তামিমরা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এদিন মেতেছিলেন বাংলাদেশ-বন্দনায়। লড়াকু বাংলাদেশের প্রশংসা করতে এতটুকু কার্পণ্যও করেননি প্রতিপক্ষ দলনায়ক।
বাংলাদেশ ১৬৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ভারতের সামনে। একপর্যায়ে ম্যাচটা চলেই গিয়েছিল ভারতের দিকে। সেখান থেকে দারুণ ব্যাটিং করে অর্ধশতক তুলে নেওয়া রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকেও ম্যাচে ফিরিয়েছিলেন নাজমুল ইসলাম অপু। মুস্তাফিজের করা দুর্দান্ত ১৮তম ওভার বাংলাদেশ দেখিয়েছিল জয়ের স্বপ্ন। কিন্তু রুবেলের ১৯তম ওভারে ২২ রান এলে ম্যাচটা আবার ভারতের দিকে হেলে যায়। আর শেষ ওভারটা তো বাংলাদেশের জন্য হয়ে রইল ট্র্যাজেডিই।
বাংলাদেশের লড়িয়ে মনোভাবটাই মনে ধরেছে ভারতীয় কাপ্তানের। রুবেল-সৌম্যদের নির্ভীক ক্রিকেট নিয়ে স্তুতি ঝেরেছে রোহিতের কণ্ঠে, ‘বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। এমন ক্রিকেট সব সময়ই উপভোগ্য। অবশ্য মাঝেমধ্যে আপনি যেটা চাইবেন, সেটা পাবেন না। তবে আমি নিশ্চিত, তাঁরা এ ধরনের ক্রিকেটই খেলতে চাইবে।’
ক্রিকেট মাঠে বাংলাদেশের বদলে যাওয়া ভাবমূর্তিও নজর এড়ায়নি ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানের কথাও বলেছেন তিনি। শেষ তিন বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করে রোহিত আরো বলেছেন, ‘তারা ভীষণ ভালো একটা দল। শেষ তিন বছরে তারা তাদের খেলায় আমূল পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা নবীনদের দারুণভাবে গড়ে তুলছেন।’