স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে দেশে ফিরেছেন সাকিব-মুশফিকরা
ফাইনালে হারের আক্ষেপ ও স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে দেশের মাটিতে পা রাখেন মুশফিক-সাকিবরা। বাংলাদেশকে নিয়ে বিমানটি আজ দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাধীনতার ৭০ বছরে বাংলাদেশ ও ভারতকে নিয়ে নিদাহাস ট্রফির আয়োজন করে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াইয়ে মুশফিকুর রহিমের ব্যাটে চেপে বাংলাদেশ হারিয়ে দেয় স্বাগতিক শ্রীলঙ্কাকে। তবে ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ বলের ছক্কা বাংলাদেশের ফাইনালে জেতার স্বপ্নকে ভেঙে দেয়। হারের আক্ষেপকে সঙ্গী করেই টিম টাইগার ফিরে আসে দেশে। অবশ্য তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ দলের সঙ্গে না এসে শ্রীলঙ্কায় রয়ে গেছেন। পাকিস্তান সুপার লিগ খেলতে আজ রাতের বিমানেই তাঁরা লঙ্কা ছাড়বেন।
গতকাল রাতে খেলা শেষ করে ক্লান্ত বাংলাদেশ দল আজ সকাল ৭টার বিমানেই চেপে বসে দেশের উদ্দেশে। বিমানবন্দরে বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। টাইগারদের মাসকট বিমানবন্দরে টিমকে অভিবাদন জানাতে প্রস্তুত থাকে।
গতকালের ফাইনালের আগেও দেশের মাটিতে বাংলাদেশকে ফাইনালে হারার তিক্ত স্বাদ দেয় শ্রীলঙ্কা। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা না হলেও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশকে হারতে হয় ভারতের কাছে।