মাঠে উত্তেজিত হওয়ার কারণ জানালেন সোহান
আঙুল তুলে বাংলাদেশ শিবিরের অতিরিক্ত উইকেটরক্ষক নুরুল হাসান সোহান শাসাচ্ছেন শ্রীলঙ্কান অধিনায়ক থিসারা পেরেরাকে। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের এমন একটি ছবি শেষ কদিন ধরেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে ফিরে সোহান জানালেন শুরুটা করেছিলেন পেরেরাই। স্বাগতিক দলনায়ক নাকি তাঁকে গালি দিয়েছিলেন, তাই এমন উত্তেজিত হয়েছিলেন তিনি।
গত শুক্রবার অঘোষিত সেমিফাইনালে বেশ কয়েকটা ঘটনাই উত্তেজনা ছড়িয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই শিবিরেই। নিদাহাস ট্রফির ফাইনালটাও বাংলাদেশ নিশ্চিত করে সেই ম্যাচ জিতেই। স্বাগতিকরা নিজেদের স্বাধীনতা উদযাপনের ট্রফির লড়াইয়ে হয়ে যায় দর্শক। শেষ ওভারের প্রথম দুই বলই ছিল ব্যাটসম্যানের কাঁধের ওপরে। লেগ আম্পায়ার নো-বলের সংকেত দিলেও মূল আম্পায়ারের কাছ থেকে আসেনি কোনো সংকেত। আর তা নিয়ে কথা বলতে গিয়েই সোহান পড়েন বিপাকে।
ম্যাচে সে সময়টায় মাহমুদউল্লাহকে পানি খাওয়াতে গিয়েছিলেন সোহান। পরে আম্পায়ারের সঙ্গে এই উইকেটরক্ষক কথা বলতে গেলে তেড়ে এসে নাকি গালি দিয়ে বসেন পেরেরা। ছাড় দেননি সোহানও, একদম আঙুল তুলেই পাল্টা জবাব দিয়েছেন।
আসলে কী ঘটেছিল মাঠে? ফাইনাল হেরে বাংলাদেশ পৌঁছে বিমানবন্দরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোহান জানিয়েছেন পুরো ঘটনা। তরুণ এই উইকেটরক্ষক বলেছেন, “আমাকে রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের সঙ্গে কথা বলতে মাঠে পাঠানো হয়েছিল। আম্পায়ারকে আমি জিজ্ঞেস করছিলাম প্রথম বলটায় বাউন্সের সংকেত দেওয়া হয়েছিল কি না। পেরেরা হঠাৎই এসে আমাকে বলে, ‘কথা বলার তুমি কে? তুমি যাও এখান থেকে, তোমার কথা বলতে হবে না।’ জবাবে আমি তাঁকে বলেছি তোমার সঙ্গে আমি কথা বলছি না। এরপর সে আমাকে গালি দেয়।”
ম্যাচের এমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে ঘটতে পারে অনেক কিছু। আর সে ম্যাচে উত্তেজনার বারুদ ফুটছিল গ্যালারিজুড়ে। মাঠে থাকা ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে সে আবেগ। অবশ্য নিজের ভুল মেনে নিতে একটুও কার্পণ্য করেননি সোহান। ভুল স্বীকার করে ডানহাতি এই ব্যাটসম্যান বলছেন তাঁর আরও শান্ত থাকা উচিত ছিল, ‘আসলে ম্যাচের উত্তপ্ত পরিস্থিতির কারণে বোধহয় আমিও উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবে আমার আরো শান্ত থাকা উচিত ছিল।’
মেজাজ হারিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে সোহানকে গুনতে হয়েছে জরিমানা । অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তাঁকেও ম্যাচফির ২৫ শতাংশ জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সঙ্গে দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।