রুবেলকে মাথা উঁচু রাখতে বললেন ব্রেট লি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/20/photo-1521541716.jpg)
নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ায় অভিযোগের তীরটা রুবেল হোসেনের দিকেই এসেছে। ম্যাচের ১৯তম ওভারে রুবেল দিয়েছিলেন ২২ রান। দুই ছয় ও দুই চারের এই এক ওভারেই এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ শিবির। স্নায়ুচাপের কারণেই হয়তো ম্যাচের ১৯তম ওভারে ঠিকমতো বল করতে পারেননি বাংলাদেশের এই নির্ভরশীল পেসার।
যে ম্যাচে নায়ক হওয়ার কথা ছিল, সে ম্যাচে বেশি রান দিয়ে রাতারাতি ভিলেন হয়ে গেলেন রুবেল। নিজেও বুঝতে পেরেছেন, দলের পরাজয়ে দায়টা তাঁর ওপরই বর্তায়। দায়বদ্ধতা থেকে নিজের ফেসবুক পেজে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই তারকা। সেখানে তিনি লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে, আমি কখনই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।’
টুইটারেও বাংলাদেশের এই পেসার দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। টুইটারে রুবেলের পোস্টে লেখা ছিল, ‘আমি জানি সব ভুল আমারই। কিন্তু সত্যি বলতে, আমি কখনো ভাবিনি জয়ের এত কাছে গিয়েও আমার ভুলের কারণে দল এভাবে হেরে যাবে। আমি দেশের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করুন সবাই।’
পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করা রুবেলের এই পোস্টে ব্যথিত হয়েছেন অস্ট্রেলিয়ার গতি তারকা ব্রেট লি। পুরো নিদাহাস ট্রফির টুর্নামেন্টে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন, কাছ থেকে দেখেছেন রুবেলের কৃতিত্ব। তাই তিনি রুবেলের এক ওভার দিয়ে এই পেসারকে ব্যর্থ বলতে নারাজ।
সাবেক অস্ট্রেলিয়ান তারকা রুবেলের পোস্টটি রেখে নিজের টুইটার অ্যাকাউন্টের পোস্টে রুবেলকে উদ্দেশ করে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো রুবেল। তুমি তোমার সেরাটাই দিয়েছ এবং আমি নিশ্চিত তোমার দেশ তোমাকে নিয়ে গর্বিত।’