শাস্তি কমলো রাবাদার
বাজে আচরণের দরুন তিন ডিমেরিট পয়েন্টে কপাল পুড়েছিল কাগিসো রাবাদার। তবে নিজের সাজার বিপক্ষে আপিল করেছিলেন রাবাদা। আর সেই রায়টা এসেছে রাবাদার পক্ষেই। ফলে ডিমেরিট পয়েন্ট কমেছে এই ডানহাতি পেসারের। যার ফলে কেপটাউনে অসিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামতে আর কোনো বাধা নেই রাবাদার।
অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে শারীরিক দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার কারণে শাস্তি পেয়েছিলেন রাবাদা। সিরিজের দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে ম্যাচ রেফারি জেফ ক্রো তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচফির ৫০ শতাংশ জরিমানা করেছিলেন রাবাদাকে।
সেই রায়ের বিপক্ষে আপিল করেছিলেন রাবাদাও। টানা ছয় ঘণ্টার ভিডিও কনফারেন্স শেষে আইসিসির নীতিমালা সম্পর্কিত আপিল কমিশনার মাইকেল হেরন রায় দিয়েছেন রাবাদার পক্ষেই। দুই ডিমেরিট পয়েন্ট তো কমেছেই। সঙ্গে এই পেসারের জরিমানাও কমে এসেছে ২৫ শতাংশে।
লেগ বিফোরের ফাঁদে ফেলে স্মিথকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে হঠাৎ অসি অধিনায়ককে ধাক্কাই দিয়ে বসেছিলেন এই তরুণ পেসার। এমন আচরণে রাবাদার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠে থাকা দুই আম্পায়ার। সে অভিযোগের ভিত্তিতে আইসিসি রাবাদাকে দিয়েছিল দ্বিতীয় স্তরের সাজা। আগে থেকেই পাঁচ ডিমেরিট পয়েন্ট ছিল রাবাদার নামের পাশে। ফলে আট ডিমেরিট পয়েন্ট নিয়ে অসিদের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট খেলতে পারছেন না এই ডানহাতি পেসার তেমনটা ছিল নিশ্চিতই।
অবশ্য সেই ডিমেরিট পয়েন্ট কমে নেমে এসেছে সাতে। দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে সফরকারীদের কোণঠাসা করে দিয়েছিলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার সিরিজে ফেরার ম্যাচের সেরা ক্রিকেটারও ছিলেন এই তরুণ পেসারই। বৃহস্পতিবার অতিথিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে কেপটাউনে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।