সেরা তিন ব্যাটসম্যানের দুজনই রূপগঞ্জের
চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএলের) প্রথম পর্ব শেষ হয়েছে। এবার অপেক্ষা সুপার সিক্সের খেলা শুরুর। অবশ্য এরই মধ্যে প্রথম পর্বের পারফরম্যান্স নিয়ে হিসেব-নিকেশ কষার পালা শুরু হয়ে গেছে। প্রথম পর্ব শেষে ভারতীয় অশোক মেনারিয়া সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছে। সেরা তিনের বাকি দুই ব্যাটসম্যানই বাংলাদেশি, দুজনই লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড়। দলটির উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ ও অধিনায়ক নাঈম ইসলাম রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।
এবারের প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ভারত থেকে উড়িয়ে এনেছিল বাঁহাতি অশোক মেনারিয়াকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার মেনারিয়া সেই প্রতিদানও দিয়েছেন ক্লাবটিকে। ১১ ম্যাচে খেলে মেনারিয়া সংগ্রহ করেছেন ৫৭০ রান। চারবার অপরাজিত থাকা এই অলরাউন্ডারের গড়টাও বেশ ইর্ষণীয়, ৮১.৪২! এক শতকের সঙ্গে হাঁকিয়েছেন ছয় অর্ধশতক।
দ্বিতীয় স্থানে থাকা আব্দুল মজিদের ফর্মের দুর্দান্ত প্রদর্শনে রান করেছেন ৫৩৬। এক শতক আর চার অর্ধশতক হাঁকানো এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের গড় ৫৩.৬০। রূপগঞ্জের হয়ে ১১ ম্যাচে মাঠে নেমে অপরাজিত ছিলেন একবার।
রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম সামনে থেকেই দিয়েছেন দলের নেতৃত্ব। আসরে এখন পর্যন্ত এই ডানহাতিই তৃতীয় সর্বাধিক রান সংগ্রহ করা ব্যাটসম্যান। অংশ নিয়েছেন ১১ ম্যাচ, ৫৭.৭৭ গড়ে করেছেন ৫২৯ রান। বেশ কিছুদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা নাঈম শতকের দেখা পেয়েছেন একটি। সঙ্গে তাঁর ব্যাট থেকে এসেছে চারটি অর্ধশতকও।
সেরা তিন ব্যাটসম্যান :