জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষের পথে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/23/photo-1521782653.jpg)
২০১৯ বিশ্বকাপে এবার হয়তো দেখা মিলবে না জিম্বাবুয়ে দলের। বাছাই পর্বের লড়াইয়ে হয়তো থেমে যাবে তাদের বিশ্বকাপ স্বপ্ন।
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে জিম্বাবুয়ে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে যাওয়ায় ২০১৯ বিশ্বকাপে খেলা বলতে গেলে অনিশ্চিত হয়ে পড়েছে গ্রায়েম ক্রেমারের দলের।
অবশ্য কাগজে-কলমে এখনো জিম্বাবুয়ের সুযোগ আছে। তবে সেটা এক প্রকার অসম্ভবই বলা চলে।
বিশ্বকাপ নিশ্চিত করার জন্য জিম্বাবুয়েকে এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলের দিকে। সেই ম্যাচ টাই কিংবা পরিত্যক্ত হলেই কেবল বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। তবে ওই ম্যাচে আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের মধ্যে একটি দল জিতে গেলে তারাই দশম দল হিসেবে ২০১৯ বিশ্বকাপে খেলবে।
প্রথমে ব্যাট করে আরব আমিরাত ৭ উইকেটে ২৩৫ রান তোলার পরই নামে বৃষ্টি। বৃষ্টির কারণে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রান।
জেতার লক্ষ্যে দ্রুত রান তুলতে গিয়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বেশ চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে টেনে তোলেন শন উইলিয়ামস ও পিটার মুর। চতুর্থ উইকেটে ৭৯ রানের এক জুটি গড়েন তাঁরা। ৩৯ করে সাজঘরে ফেরেন মুর।
শন উইলিয়ামস আশা দেখিয়ে শেষ পর্যন্ত ৮০ বলে পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় ৮০ রান করে আউট হন। সিকান্দার রাজার ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস প্রত্যাশা বাড়ালেও শেষ রক্ষা হয়নি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় জিম্বাবুয়েকে।