বৃষ্টি ছাপিয়ে আলোচনায় উইলিয়ামসনের রেকর্ড
অকল্যান্ডে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটায় ছিল বৃষ্টির আনাগোনা। দিনের প্রায় পুরোটা সময়ই কেড়ে নিয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টিকে ছাপিয়ে নায়ক হয়েছেন কেইন উইলিয়ামসন। আগের দিন থেকেই ছিলেন মাইলফলকের দোরগোড়ায়। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ডটা এখন উইলিয়ামসনেরই।
ইডেন পার্কে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে মাঠে খেলা গড়িয়েছেই কেবল ২৩.১ ওভার। দিনশেষে কিউইদের সংগ্রহটা ২২৯ রান, ৪ উইকেট হারিয়ে। স্বাগতিকদের লিডটাও বেড়ে দাঁড়িয়েছে ১৭১ রানে।
আগের দিনে তিন উইকেটে ১৭৫ রান নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড এগিয়েছে অধিনায়কের ব্যাটেই। ৯১ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন তুলে নিয়েছেন নিজের ১৮তম টেস্ট শতক। ১৯৬ বলে ১১ চার আর এক ছয়ে কিউই দলপতি হাঁকিয়েছিলেন শতক।
১৭টি শতক নিয়ে এত দিন উইলিয়ামসন ছিলেন মার্টিন ক্রো আর রস টেলরের সঙ্গে কিউই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ শতকের তালিকায়। এবার ১৮ সেঞ্চুরি নিয়ে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মার্টিন ক্রোর অবশ্য উইলিয়ামসনকে ছাড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তবে টেলর প্রতিযোগিতা জমিয়ে তুলতে পারেন দলনায়কের সঙ্গে।
শতক তুলে নিয়েই অবশ্য ফিরে গেছেন উইলিয়ামসন। ফিরে যাওয়ার আগে ২২০ বলে করেছেন ১০২ রান। শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন হেনরি নিকোলস ও বিজে ওয়াটলিং। অর্ধশতক থেকে এক রানের দূরত্বে ৪৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন নিকোলস। অন্যদিকে ওয়াটলিংয়ের সংগ্রহ হার-না-মানা ১৭ রান।
দিনের পতন হওয়া একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। উইলিয়ামসনের আজকের দিনের উইকেটসহ স্বাগতিক ইনিংসের পতন হওয়া চার উইকেটের তিনটিই গেছে অ্যান্ডারসনের ঝুলিতে।