ম্যানইউ ছেড়ে আমেরিকায় ইব্রাহিমোভিচ
কারণে-কারণে সংবাদ মাধ্যম কিংবা টিভি চ্যানেলগুলোর শিরোনামে বেশ নিয়মিত মুখই ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অবাক করা ব্যাপার হলেও চোটের কারণে সেই তিনিই আলোচনায় ছিলেন না অনেকদিন ধরে। এবার যখন আসলেন আবার পাদপ্রদীপের আলোয়, জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শেষ হয়েছে তাঁর ক্যারিয়ারের। সাবেক সুইডিশ অধিনায়ক এবার মাঠ মাতাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব এল এ গ্যালাক্সির হয়ে।
লস অ্যাঞ্জেলসের একটি দৈনিক এল এ গ্যালাক্সির জার্সিতে ইব্রাহিমোভিচের ছবি দিয়ে করেছে বিজ্ঞাপন। এতেই অনেকটা নিশ্চিত যে সাবেক বার্সেলোনা তারকা লস অ্যাঞ্জেলসের ক্লাবটিকেই বেছে নিচ্ছেন নতুন ঘর হিসেবে।
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ‘রেড ডেভিল’ শিবিরে পাড়ি জমিয়েছিলেন ইব্রাহিমোভিচ। তবে লিগামেন্টের চোটে ঠিকঠাক খেলতেই পারেননি ম্যানইউর জার্সিতে। যতটুকু সুযোগ পেয়েছেন মাঠে নামার তাতে অবশ্য ২৮ ম্যাচে ১৭ গোল করে জানান দিয়েছিলেন নিজের সামর্থ্যের।
এই মৌসুমের শুরু থেকেই ইব্রাহিমোভিচ ছিলেন না দলের সঙ্গে। শেষমেশ আর ইনজুরি নিয়ে থাকতে চাইলেন না ওল্ড ট্রাফোর্ডে। নিজের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন বিদায়ী বার্তা। অবশ্য সাথে ক্লাব সতীর্থ আর ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টারের হয়ে মোট ৫৩ ম্যাচে মাঠে নেমেছেন সুইডিশ তারকা, গোল করেছেন ২৯টি।
সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন ‘ফুটবলের ব্যাডবয়’ খ্যাত ইব্রাহিমোভিচ। এল এ গ্যালাক্সিতে যখন যোগ দিতে চাচ্ছেন তখন ইব্রাহিমোভিচের ক্যাবিনেটে জার্সি জমা পড়েছে অনেকগুলো ক্লাবের।
আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা হয়ে ফের পাড়ি জমিয়েছিলেন ইতালির আরেক ক্লাব এসি মিলানে। সেখান থেকে গিয়েছিলেন পিএসজিতে, হয়েছিলেন রাজা। ম্যানইউ থেকে তো নিয়ে নিলেন বিদায়। এবার অপেক্ষা যুক্তরাষ্ট্র পর্বের। লস অ্যাঞ্জেলসবাসী যে ইব্রাহিমোভিচকে বরণ করে নিতে প্রস্তুত, তা বলাই বাহুল্য।