অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির দখলে
স্বাগতিক নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনটা ছিল বৃষ্টির দখলেই। অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে তাও মাঠে খেলা গড়িয়েছিল ২৩.১ ওভার। তৃতীয় দিনে ক্রিকেটাররা মাঠে ছিলেনই মাত্র ১৭ বল।
দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির আনাগোনা। তবুও খেলা শুরু হয়েছিল সময়মতই। আগের দিনে অর্ধশতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা হেনরি নিকোলস তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট অর্ধশতক। ১৪৯ বলে ৫০ রানের ধৈর্য্যশীল এক ইনিংস খেলে অপরাজিতই রয়েছেন নিকোলস। অন্যপাশে বিজে ওয়াটলিংয়ের সংগ্রহ হার-না-মানা ১৮ রান।
দিনের খেলার যখন ২.৫ ওভার হয়েছে, তখনই ইডেন পার্কে বৃষ্টির হানা দেয়। সেই যে শুরু দিন-রাতের টেস্টের তৃতীয় দিনটা পুরোটাই বৃষ্টি নিয়ে নিয়েছিল নিজের দখলে। নিউজিল্যান্ড স্থানীয় সময় ৬.৪৫ মিনিটে আম্পায়াররা শেষমেশ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৩৩ রান। এর আগে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি সুইংয়ের বিষে নীল করেছিলেন ইংল্যান্ডকে । অতিথিদের প্রথম ইনিংসে মাত্র মাত্র ৫৮ রানে গুটিয়ে দিয়েছিলেন কিউই পেস জুটি।