উইকেটের শতকে সবচেয়ে দ্রুত রশিদ
দাঁড়িয়ে ছিলেন মাইলফলকটার সামনেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে উইকেটের শতক পুরাতে রশিদ খানের দরকারই ছিল এক উইকেট। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সে মাইলফলক তো ছুঁয়েছেনই, রশিদ সাথে গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে শততম উইকেট তুলে নেয়ার রেকর্ডও।
রশিদের লেগ-স্পিনের ভেল্কিটা বুঝতেই পারেননি শাই হোপ। ক্যারিবীয় ব্যাটসম্যানের প্যাডে আঘাত হানা মাত্রই রশিদের আবেদন। আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দিলেন আউটের সংকেত। ব্যস, মাত্র ৪৪ ম্যাচ খেলেই রশিদ পা রাখলেন একশো উইকেট নেয়া বোলারদের ক্লাবে। এই ক্লাবে রশিদের চেয়ে দ্রুত ঢুকতে পারেনি আর কেউই।
দ্রুত উইকেটের সেঞ্চুরি ছুঁয়ে দেয়া বোলারদের শীর্ষ স্থানে এতদিন ছিলেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক। রশিদ যখন পেলেন একশো উইকেট, স্টার্কের সঙ্গে তাঁর ব্যবধানটা আট ম্যাচের। ১০০ উইকেট নিতে স্টার্কের খেলতে হয়েছে ৫২ ম্যাচ।
তৃতীয় স্থানে থাকা সাকলাইন মুশতাক ১০০ উইকেটের দেখা পেয়েছেন ৫৩তম ম্যাচে। চার নম্বর জায়গায় রয়েছেন ৫৪ ম্যাচে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন শেন বন্ড। দ্রুততম ১০০ উইকেট তুলে নেওয়ার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলীয় গতিতারকা ব্রেট লি।
সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের সাথে রশিদ খান গড়েছেন আরো একটি রেকর্ড। তাঁর চেয়ে কম বয়সে রঙিন পোশাকে আর কেউ ছুঁতে পারেনি উইকেটের শতক। ১৯ বছর ১৮৫ দিনেই রশিদ তুলে নিয়েছেন ওয়ানডেতে নিজের ১০০তম উইকেট।