ইনিংস ব্যবধানেই হারল ইংল্যান্ড

বৃষ্টি কিংবা টেল-এন্ডারদের চেষ্টা, কোনো কিছুই বাঁচাতে পারেনি ইংল্যান্ডকে ইনিংস পরাজয়ের হাত থেকে। অকল্যান্ডে সিরিজের একমাত্র দিবা-রাত্রির টেস্ট নিউজিল্যান্ড জিতে নিল ইনিংস ব্যবধানেই। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
ম্যাচের প্রথম ইনিংসে ৫৮ রানের লজ্জায় ডোবা সফরকারী ইংর্যান্ড দুই ইনিংস মিলে স্কোরকার্ডে তুলতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান। নিজেদের প্রথম ইনিংসে কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া শতকে নিউজিল্যান্ডের স্কোর ছিল আট উইকেট হারিয়ে ৪২৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেছে ৩২০ রানে। বৃষ্টির বাগড়ায় দুই দিন নষ্ট হওয়া টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকরা ম্যাচ জিতেছে ইনিংস ও ৪৯ রানে।
আগের দিনের তিন উইকেটে ১৩২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে দিনের প্রথমভাগেই বিদায় নিয়েছিলেন ডেভিড মালান। জনি বেয়ারস্টোকে নিয়ে ছোট্ট একটা জুটি দাঁড় করিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন বেন স্টোকস। তবে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি জনি। অবশ্য স্টোকস থামেননি, মঈন আলীকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছেন ইনিংস হার থেকে দলকে বাঁচাতে। মঈনের বিদায়ে ভাঙে এই জুটি।
এরপরই ক্রিস ওকসকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে স্টোকস গড়েন ৮৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নেন বাঁহাতি এই অলরাউন্ডার। ১৮৮ বলে খেলেছেন ৬৬ রানের ধৈর্যশীল ইনিংস। দলে স্টোকসের ইনিংসই ছিল সর্বোচ্চ।
স্টোকস ফিরে গেলে চতুর্থ টেস্ট অর্ধশতক হাঁকিয়ে ওকসের চেষ্টা ছিল ইনিংস পরাজয়ের হাত থেকে দলকে বাঁচানো। ৫২ রানে এই পেসবোলিং অলরাউন্ডার ফিরেছেন দলের নবম ব্যাটসম্যান হিসেবে।
বাকি উইকেটটি সহজেই তুলে নিয়ে ঘরের মাঠে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, নিল ওয়েগনার ও টড অ্যাস্টল।
দুই ইনিংসে মোট নয় উইকেট তুলে নেওয়া ট্রেন্ট বোল্ট হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে।