বিশ্বকাপের বলের সমালোচনায় গোলরক্ষকরা

ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার এখনও বাকি প্রায় দুই মাস। রাশিয়ার মাঠে এবারের বিশ্বকাপে ফুটবলাররা দৌড়াবেন ‘টেলস্টর ১৮’ নামের বল নিয়ে। বল নিয়ে খেলোয়াড়দের জাদু দেখার প্রস্তুতি নিচ্ছে যখন পুরো বিশ্ব, তখনই গোলরক্ষকদের পক্ষ থেকে এসেছে সমালোচনা।
দিন তিনেক আগে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং স্পেন। সে ম্যাচে জেতেনি কেউই, খেলা শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। স্পেনের দুই গোলরক্ষক পেপ রেইন ও ডেভিড ডি হেয়ার সাথে ‘টেলস্টর ১৮’র দোষ খুঁজে পেয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানও। এই তিন গোলরক্ষকের ভাষ্যে দূর থেকে বলের গতি নির্ণয় করা কঠিন।
স্প্যানিশ গোলরক্ষক ডি হেয়ার মতে বলটা ‘অদ্ভুত’। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক মনে করছেন চাইলেই আরও ভাল করে বানানো যেত বলটা। ডি হেয়া বলেছেন, ‘আসলেই এটা অদ্ভুত। আমি মনে করি বলটা আরও ভাল করে তৈরি করা যেত।’
স্পেন দলের আরেক গোলরক্ষক পেপ রেইনা তো বলেই দিয়েছেন যত দ্রুত সম্ভব ফিফার উচিত বলটা পাল্টে ফেলা। নাপোলির এই গোলরক্ষকের ভাষ্যে, ‘এখনও সময় আছে। আয়োজকদের উচিত বলটা বদলে ফেলা।’
জার্মান গোলবার সামলানোর দায়িত্বে থাকা টের স্টেগান মনে করছেন নড়াচড়া করার পরিমাণ বেশি। বার্সেলোনা গোলরক্ষক বলছেন, ‘বলটা আরও ভাল হতে পারত। এটা খুব বেশি নড়াচড়া করে। যদিও আমার মনে হয় আমাদের বলটার সাথে অভ্যস্ত হতে হবে। বিশ্বকাপের আগে যত তাড়াতাড়ি সম্ভব বলটাকে হাতে আটকানো আয়ত্বে আনতে হবে।’ রেইনার মতো স্টেগানেরও চাওয়া ফিফা যেন বলটা বদলে ফেলে।
গোলরক্ষকদের সমালোচনার জর্জরিত হলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি প্রশংসায় ভাসিয়েছেন ‘টেলস্টর ১৮’কে। তাই রাশিয়া বিশ্বকাপে যে গোলের বন্যায় দেখতে যাচ্ছে ফুটবলাররা, তেমনটা কিন্তু আশা করাই যায়।