আকরামদের কাছে হারলেন আতাহাররা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ যেন ছিল সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে লাল ও সবুজ নামে দুই দলে ভাগ হয়ে মাঠে লড়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা। সে ম্যাচে জয়ের হাসিটা অবশ্য হেসেছে আকরাম খানের নেতৃত্বাধীন লাল দলই। ছয় উইকেটে ম্যাচ হেরেছে আতাহার আলী খানের সবুজ দল।
হোম অব ক্রিকেটে এদিন পূর্বসুরিদের লড়াই দেখতে এদিন মাঠে ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আবাহনী দলের হয়ে অনুশীলন শেষ করে দর্শক আসনে দেখা গিয়েছে ওয়ানডে দলপতি মাশরাফিকেও। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম মাঠে পতাকা উড়িয়ে যোগ করেছেন বাড়তি আমেজ।
প্রথমে ব্যাট করে সবুজ দল নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তোলে ১৬৬ রানের পুঁজি। রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। এছাড়া হারুনুর রশিদ করেছেন ২৭ রান। লাল দলের হয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও জাকির হাসান তুলে নেন একটি করে উইকেট।
জবাবে হান্নান সরকারের ঝড়ো ইনিংসে ১১ বল আর ছয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাল দল। ২৪ বলে ৬১ রানের ইনিংসে হান্নান হাঁকিয়েছে ১০ চার ও দুই ছক্কা। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩১ রান। ১৮ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন সুজন। শফিউদ্দিন বাবুর ঝুলিতে যায় দুইটি উইকেট।
ম্যাচ শেষে হান্নান সরকারের হাতে তুলে দেয়া হয় সেরা খেলোয়াড়ের পুরস্কার।