পদত্যাগ করতে যাচ্ছেন ড্যারেন লেম্যান?

বল টেম্পারিংয়ের ঘটনায় বেহাল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। স্টিভেন স্মিথ সরে দাঁড়িয়েছেন অধিনায়কের পদ থেকে। শোনা যাচ্ছে, বড় রকমের শাস্তি হতে পারে তাঁর। নতুন খবর, দলটির কোচ ড্যারেন লেম্যানও নাকি পদত্যাগ করতে পারেন।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান নাকি পদত্যাগ করতে পারেন। শিগগিরই এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।
গত শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। দিনের খেলা শেষে তিনি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথ স্বীকার করে নিয়েছেন যে তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করছিলেন।
বিষয়টি টিভি ক্যামেরায়ও ধরা পড়ে। ঘটনাটি নাকি জানতেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানও। তাই এবার পদত্যাগ করতে হতে পারে তাঁকেও।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন লেম্যান। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয় তাঁর সবচেয়ে বড় সাফল্য। কিন্তু একটি বিতর্কিত কাণ্ডে কড়া সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে।
এদিকে খবরটি শুনে চরম হতাশ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এ ব্যাপারে তিনি বলেন, ‘এমন খবর পাওয়া খুবই হতাশার। সত্যিই আমি বিস্মিত হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না, অস্ট্রেলিয়া ক্রিকেট দল এমন প্রতারণার সঙ্গে যুক্ত হতে পারে।’
শুধু তাই নয়, এ ঘটনায় ব্যথিত-হতাশ সিএ কর্মকর্তারাও। সংস্থাটির প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘গত শনিবার কেপটাউনে যা ঘটেছিল, তা আইনসিদ্ধ নয়। এটা আমাদের জন্য খুবই হতাশার। ঘটনা প্রমাণ হলে এর বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’