বিশ বছর নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের বোর্ড কর্তা
গ্রায়েম ক্রেমার একদম চমকেই গিয়েছিলেন প্রস্তাবটা পেয়ে। জিম্বাবুয়ে অধিনায়ক ম্যাচ গড়পেটার প্রস্তাব পেয়েছিলেন নিজের দেশের এক বোর্ড কর্মকর্তার কাছ থেকে। পেয়েই আর দেরি করেননি ক্রেমার, জানিয়েছিলেন আইসিসিকে। সেই সূত্রে তদন্ত এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখে রাজন নায়ার নামের ওই ব্যক্তিকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিষিদ্ধ করেছে ২০ বছরের জন্য।
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যস্ত ছিল জিম্বাবুয়ে। হঠাৎই ক্রেমারের কাছে এসে রাজন প্রস্তাব দেন ম্যাচ গড়পেটার। বিনিময়ে ৩০ হাজার ডলারও পাবেন জিম্বাবুয়ে অধিনায়ক, এমনটাও জানিয়েছিলেন হারারে ক্রিকেটের ঊর্ধ্বতন ওই কর্তা। তবে ক্রেমার সে পথে হাঁটেননি তো বটেই, সাথে সাথে জানিয়েছিলেন আইসিসিকে।
ক্রেমারের সে অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতেই সাময়িকভাবে জিম্বাবুয়ের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় রাজনকে। ক্রিকেট থেকেও আজীবন নিষেধাজ্ঞার শাস্তিটা পেতেন হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মার্কেটিং ডিরেক্টর।
অপেক্ষাটা ছিল শুধু তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার। সেটা পাওয়ার সাথে সাথেই আইসিসি দীর্ঘমেয়াদি শাস্তির আওতায় আনতে একটুও দেরি করেনি। রাজনও সব দোষ স্বীকার করে নিলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে আর কোনো ঝামেলায় যেতে হয়নি।