দুই গোলে পিছিয়ে থেকেও নাটকীয় ড্র বাংলাদেশের
ম্যাচের তখন বাকি প্রায় ১০ মিনিট। বাংলাদেশ দুই গোলে পিছিয়ে। অনেকেই ধরেই নিয়েছিল লাল-সবুজের দল হারতে যাচ্ছে। এই চরম দুরবস্থা থেকেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে মামুনুল-ফয়সালরা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে লাওসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
দীর্ঘ প্রায় দেড় বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ডিফেন্ডারদের ভুলে ম্যাচের প্রধামার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ডি বক্সের মধ্যে বাংলাদেশ ডিফেন্ডার মামুন মিয়া একটি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেছন থেকে ছুটে গিয়ে লাওসের ফরোয়ার্ড কংমাথিলাথ আলতো শটে বল জালে জাড়ান।
এরপর প্রথমার্ধের ইজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করে লাওস। পেনাল্টি থেকে কংমাথিলাথই দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরেও রেখেছিল লাওস। এর পরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
৮২ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোল করে ব্যবধান কমান ফরোয়ার্ড জাফর ইকবাল। এর পরই যেন পুরো দল উজ্জীবিত হয়ে ওঠে। ম্যাচের ইনজুরি সময়ে সুফিলের গোলে লাল-সবুজ দল ম্যাচের সমতায় ফিরে।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে এশিয়া কাপের বাছাইপর্বে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। অনেক দিন পর একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ড্রয়ের সাফল্য, জয়ের চেয়েও কম নয়।