ব্রাজিলের প্রতিশোধের জয়
নাহ, জার্মানির মতো ৭-১ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া জয় নয়। তবুও ব্রাজিল জিতেছে। ১-০ গোলের ব্যবধানে জার্মানদের ঘরেই তাদের পরাজিত করে ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিশোধটা একটু হলেও নিতে পেরেছে তিতের দল। বার্লিনে সেলেসাওদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি এসেছে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসের হেড থেকে।
অলিম্পিয়াস্তাদিওতে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেত পারত স্বাগতিকরা। তবে বিপদে পড়তে দেননি ব্রাজিল গোলরক্ষক। পরের সুযোগটা আসে ব্রাজিল দলের জন্য। ১১তম মিনিটে অবশ্য কুতিনহো ডি-বক্সে শটটা না নিয়ে পাউলিনহোর উদ্দেশে দুর্বল পাস দিয়ে নষ্ট করেন সুযোগ।
পরের সুযোগটা আসে ব্রাজিল দলের জন্য। ১১তম মিনিটে অবশ্য কুতিনহো ডি-বক্সে শটটা না নিয়ে পাউলিনহোর উদ্দেশে দুর্বল পাস দিয়ে নষ্ট করেন সুযোগ।
দুদলের মুহুর্মুহু আক্রমণে উত্তেজনা তখন তুঙ্গে। ৩৬তম মিনিটে ডি-বক্সে ঢুকেও লক্ষ্যভ্রষ্ট শটে গোলের মুখ দেখেননি জেসাস। তবে পরের মিনিটেই ব্রাজিলের জয়সূচক গোলটাই এনে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। উইলিয়ানের ক্রস থেকে দারুণ এক হেডে জেসাস বল পাঠিয়ে দেন সোজা জালে।
ম্যাচের বাকি সময়টা দুদলই চেষ্টা করেছে স্কোরলাইন ভারী করার। তবে আর কোনো গোলের দেখা মেলেনি অলিম্পিয়াস্তেদিওতে। রেফারির শেষ বাঁশি বেজে উঠলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠে ছাড়ে ব্রাজিল।
জার্মানদের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের ও রকম বড় পরাজয়ে হৃদয় ভেঙেছিল লক্ষ-কোটি সমর্থকের। হোক না ১-০ ব্যবধানের জয়, এমন জয়ে নিজের ঘরের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ক্ষতটাতে একটু হলেও তো প্রলেপ দিতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।