এমবাপের জোড়া গোলে ফ্রান্সের সহজ জয়
ঘরের মাঠে পরাজয়টা যেন রুখতেই পারছে না রাশিয়া। আসন্ন বিশ্বকাপের আয়োজকদের তাদের মাঠেই এবার ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে অতিথিদের হয়ে পেয়েছেন জোড়া গোল। পল পগবাও করেছেন এক গোল। স্বাগতিকদের পক্ষে ম্যাচের একমাত্র গোল স্মোলভের।
ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিল রাশিয়া। জাগোয়েভের বাড়িয়ে দেওয়া বলে স্মোলভের দূরপাল্লার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন ফরাসি গোলরক্ষক লরিস।
২৭তম মিনিটে সুযোগ আসে ফ্রান্সের সামনে। সে যাত্রায় অবশ্য সুযোগটা কাজে লাগাতে পারেননি এমবাপে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা এমবাপের কাছে বলটা পাঠিয়েছিলেন মার্শাল। এমবাপের পোস্টে নেওয়া কিক সহজেই রুখে দেন রুশ গোলরক্ষক লুনেভ।
প্রথম গোল পেতে ফ্রান্সের এরপর অপেক্ষা করতে হয় ১৩ মিনিট। ম্যাচের ৪০তম মিনিটে এমবাপেই গোল করে এগিয়ে নেন ফরাসিদের। পগবার কাছ থেকে বল পেয়ে এবার আর ভুল করেননি পিএসজি ফরোয়ার্ড। লুনেভকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে।
প্রথমার্ধে আর কোনো গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। ৪৯তম মিনিটে ২৫ গজ দূরে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পগবা।
ম্যাচে পিছিয়ে পড়লেও নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে ব্যস্ত হয় রাশিয়া। ৫৮তম মিনিটে গ্রানাট গোল করার সহজ সুযোগ হারান। কর্নার থেকে আসা বল লরিসের হাত থেকে ছুটে গেলেও সে বল জালে পাঠাতে পারেননি এই ডিফেন্ডার।
৬৮তম মিনিটে ম্যাচে গোলের দেখা পায় রাশিয়া। স্মোলনিকভের পাস থেকে বল পেয়ে স্বাগতিকদের হয়ে গোল করেন স্মোলভ। অবশ্য আর কোনো গোল করতে পারেনি আসছে বিশ্বকাপের আয়োজকরা।
আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমছিল তুমুল। তবে ৮৩তম মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপে। স্বাগতিক গোলরক্ষক লুনেভের পায়ের মাঝখান দিয়ে বল জালে পাঠিয়ে গোল ব্যবধান বাড়িয়ে নিয়ে যান ৩-১ এ।