ইতালির সঙ্গে ড্র করল ইংল্যান্ড

বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে না পারলেও ইতালি যেকোনো দলের জন্যই শক্ত প্রতিপক্ষ। গতকাল রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ইতালি। অবশ্য এর আগের ম্যাচে ইতালিকে মেসিবিহীন আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারতে হয়। ইংল্যান্ড এর আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ০-১ ব্যবধানে জিতলেও এই ম্যাচে তাদের ইতালির বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
ম্যাচের প্রথম দিকে কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেনি। তবে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। এর আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল পাওয়া লিনগার্ডের নেওয়া ফ্রিকিকের সুযোগ নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভার্ডি। জোরালো শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ম্যাড়মেড়ে প্রথমার্ধ ইংলিশরা ১-০ ব্যবধানে এগিয়েছে থেকেই শেষ করে।
ইতালি ও ইংল্যান্ড এ ম্যাচে সমানতালে খেললেও ইংলিশরা বেশ কয়েকটি সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ইংল্যান্ডের ব্যবধান বাড়ানোর ব্যর্থতার সুযোগে ম্যাচের ৮৭ মিনিটে গোল করে হার এড়ানোর সুযোগ নেয় ইতালি। স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন নাপোলির ফরোয়ার্ড ইনসিনিয়ে। ইংলিশ খেলোয়াড় ফাউল করলে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। ফলে ম্যাচটি ড্র হয় ১-১ সমতায়।