বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে কক্সবাজার ও ঝিনাইদহের স্কুল চ্যাম্পিয়ন
বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ২-১ গোলে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনালে ঝিনাইদহের শৈলকুপার দোহার সরকারি প্রাথমকি বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুনে দেন।
মেয়েদের ফাইনাল ম্যাচের বিরতির সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সম্মানে খেলার বিরতিতে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- গানের তালে ডিসপ্লেতে অংশ নেয় একদল শিক্ষার্থী।
খেলাধুলার গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিচ্ছি আমরা। এখানে আসতে পেরে আমি আনন্দিত। যারা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গামাত ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে অংশ নিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রতিযোগিতায় ৬৪ হাজার ৬৮৮ বিদ্যালয় অংশ নেয়।