বিশেষ প্রস্তুতিতে সাকিবের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে জায়গা পায়নি ছয়টি ক্লাব। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় খেলার মধ্যেই থাকুক ক্রিকেটাররা। তাই বাদ পড়া ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে একটি বিশেষ প্রস্তুতি ম্যাচ। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহর নেতৃত্বে বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা।
ম্যাচটিকে সামনে রেখে ১৩ সদস্যের দুটি দল ঘোষণা করেছে বিসিবি। লাল দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব। অন্যদিকে সবুজ দলের দায়িত্বে আছেন টেস্টে সাকিবেরই ডেপুটি মাহমুদউল্লাহ।
আঙুলের চোটের কারণে নিজের ডিপিএল দল মোহামেডানের হয়ে মাঠে নামা হয়নি সাকিবের। যখন সুস্থ হলেন সোজা উড়ে গেলেন শ্রীলঙ্কা। স্মরণীয় এক টুর্নামেন্ট শেষ করে সাকিবের দেশে ফেরার আগেই এবারের ডিপিএল থেকে বাদ পড়ে যায় মোহামেডান। মাহমুদউল্লাহর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও মাড়াতে পারেনি সুপার লিগের চৌকাঠ।
মিরপুর শেরেবাংলায় সাকিব-মাহমুদউল্লাহরা মাঠের লড়াইয়ে নামবেন আগামীকাল বিকেল ৫টায়।
বিসিবি লাল দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী মারুফ, আল-আমিন জুনিয়র, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও সাঈদ সরকার।
বিসিবি সবুজ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, কাজী অনিক, মোহাম্মদ আজিম, রায়হান উদ্দিন, জনি তালুকদার ও সাব্বির হোসেন।