লেম্যানের পাশেই থাকলেন বোর্ডার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/29/photo-1522298412.jpg)
বল টেম্পারিং ইস্যুতে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিষেধাজ্ঞা পেয়েছেন সে ঘটনার মূল নায়ক ক্যামেরন ব্যানক্রফটও। সন্দেহের তীর বিঁধেছে কোচ ড্যারেন লেম্যানের গায়েও। এমন সংকটময় পরিস্থিতিতে লেম্যান পাশেই পাচ্ছেন সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে।
স্মিথ অধিনায়কত্ব ও ওয়ার্নার সহ-অধিনায়কত্ব হারালেও লেম্যান বলবত রয়েছেন কোচ হিসেবেই। টেম্পারিং-কাণ্ডের পর এখন পর্যন্ত সাবেক এই ব্যাটসম্যান মুখোমুখি হননি সংবাদমাধ্যমের। আজ বুধবার লেম্যানের গণমাধ্যমের সামনাসামনি হওয়ার কথা রয়েছে।
লেম্যানকে নিয়ে বিতর্কের ঝড় উঠলেও অস্ট্রেলিয়ার হয়ে প্রথম বিশ্বকাপজয়ী দলপতি বোর্ডার হাত রাখছেন তাঁর উত্তরসূরির কাঁধেই। সাবেক এই কোচের মতে, লেম্যানের উচিত চলতি সমস্যায় কান না দিয়ে নিজের কাজটা করতে থাকা।
ফক্স স্পোর্টসকে বোর্ডার আরো বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম ভদ্রলোককে নিয়ে কথা বলছি। সে দলের জন্য দারুণ কাজ করে গেছে। চলতি সমস্যার কথা মাথায় না রাখলে সে আরো ভালো করবে।’
বোর্ডার ‘ভদ্রলোক’ বললেও লেম্যানের অতীত রেকর্ড কিন্তু তেমনটা বলছে না। বরাবরই নিজের উদ্ধত আচরণের জন্য সমালোচনা শুনেছেন। ২০০৩ সালে তো শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বর্ণবাদী মন্তব্য করায় বাদ পড়েছিলেন এক ম্যাচে।
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডার ব্যানক্রফটকে দেখা গিয়েছিল হলুদ রঙের বস্তু দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করতে। নিজের এবং দলের ‘লিডারশিপ গ্রুপ’র সম্পৃক্ততার স্বীকার করলেও স্মিথ কোচের কোনো দোষ দেননি বল নষ্ট করার অপচেষ্টার ঘটনায়। ওয়ার্নার আর ব্যানক্রফটকে নিয়ে স্মিথ ঘরের বিমান ধরলেও দলের সঙ্গেই লেম্যানকে রেখে দিয়েছে অস্ট্রেলীয় বোর্ড।