ক্ষমা চাইলেন ওয়ার্নার
গত শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। দিনের খেলা শেষে তিনি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথ স্বীকার করে নিয়েছেন যে তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করছিলেন। বিষয়টি টিভি ক্যামেরায়ও ধরা পড়ে। এ ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া বেশ কঠোরই হয় এই তিন খেলোয়াড়ের প্রতি। যার ফলে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। আর ব্যানক্রফট নিষিদ্ধ হন নয় মাসের জন্য। এবার এ ঘটনার জন্য ক্ষমা চাইলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া ক্রিকেটে সবার ভরসা হারালেন ওয়ার্নাররা। এমনকি ভক্তদেরও আশাহত করলেন। এ ঘটনার পর সিডনির পথ ধরেছে ওয়ার্নার-স্মিথরা। তবে দেশে আসার আগেই ভক্ত ও সমর্থকদের উদ্দেশে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বলছি, আমি এখন সিডনির পথে। আমার ভুলের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি এবং এই ভুলের দায় নিচ্ছি।’
ওয়ার্নার আরো বলেন, ‘আমি সবার ভালোবাসার ক্রিকেটকে কলঙ্কিত করেছি। আমার এখন পরিবার, কাছের বন্ধু-বান্ধব ও বিশ্বস্ত লোকজনদের সঙ্গে আলাদাভাবে সময় কাটাতে হবে, যাঁরা আমাকে সুপরামর্শ দেবেন। দিন কয়েকের মধ্যে আপনারা আমার থেকে আরো কিছু জানতে পারবেন।’