কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লেম্যান
কেপটাউন টেস্টে বলের আকৃতি নষ্ট করার ঘটনায় আঙুল উঠেছিল কোচ ড্যারেন লেম্যানের দিকেও। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও হঠাৎই এই সাবেক অসি ক্রিকেটার ঘোষণা দিয়েছেন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে লেম্যানের শেষ ম্যাচ।
এর আগে টেম্পারিং ইস্যুতে সরে দাঁড়াতে হয়েছে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। অবৈধভাবে বল নষ্ট করার অপচেষ্টায় সন্দেহের তীর বিঁধেছিল লেম্যানের গায়েও। শেষমেশ প্রমাণিত হয় লেম্যান জড়িত ছিলেন না সে কাণ্ডে। তবে বিতর্ক কাঁধে নিয়ে বোধহয় আর দলের দায়িত্বে থাকতে চাইলেন না কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো লেম্যান।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের ভেন্যু জোহানেসবার্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লেম্যান। ওয়ান্ডারার্সের সংবাদ সম্মেলনে এক আবেগী লেম্যানের দেখা মিলেছিল আজ বৃহস্পতিবার।
পরিবারের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে লেম্যান বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়। আমি আশা করছি দল ঘুরে দাঁড়াবে এবং দেশের মানুষ তরুণ ক্রিকেটারদের ক্ষমা করে দিয়ে তাদের পাশেই দাঁড়াবে।’
মিকি আর্থারের পরিবর্তে ২০১৩ সালে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পেয়েছিলেন লেম্যান। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপাও অসিরা জিতেছিল লেম্যানের অধীনেই।
আগামীকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ বাঁচাতে এ ম্যাচ জেতার বিকল্প নেই অসিদের সামনে।