গেইলদের ছাড়াই পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তান ক্রিকেটারদের জন্য আতঙ্কের জায়গা বটে। জঙ্গি ও সন্ত্রাসী হামলার ভয়ে ও-মুখো হতে চান না ক্রিকেটাররা। এবার এমন আতঙ্কের বলি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ দলের শীর্ষ তারকাদের বড় অঙ্কের টাকার লোভ দেখিয়েও পাকিস্তানমুখী করতে পারেনি উইন্ডিজ বোর্ড।
আগামী ১ এপ্রিল পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। তবে এই সিরিজ নিয়ে বেশ শঙ্কায় পড়েছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে আশ্বস্ত করতে পারেনি দল পাঠানোর ব্যাপারে। কারণ, দলের তারকা খেলোয়াড়রাই যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেন। শেষ পর্যন্ত তাঁদের রাজি করাতে না পেরে মোটামুটি দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস গেইল, যিনি কি না টি- টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন, তিনি এ সিরিজে খেলছেন না। দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ দলের গুরুত্বপূর্ণ সদস্যরা নিরাপত্তার অজুহাতে এই সিরিজ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। দলের অভিজ্ঞ সদস্যদের ছাড়া ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রায়াত এমরিট, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাককার্থি, কেমো পল, ভেরাসামি পারমল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ওডিয়েন স্মিথ, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।