চোটে পড়ে আইপিএলও শেষ স্টার্কের

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিচেল স্টার্ক নামতে পারেননি জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে। এবার স্টার্কের দুঃসংবাদের তালিকায় এসেছে নতুন সংযোজন। আসন্ন আইপিএলেও মাঠে নামতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের এই অস্ট্রেলীয় পেসার।
ডান পায়ের হাড়ে চিড় ধরায় শেষ টেস্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে স্টার্ককে। তাঁর বদলে ওয়ান্ডারার্স মাঠে নেমেছেন ডানহাতি পেসার চ্যাড সেয়ারস। স্টার্কের চোট সারতে সারতেই শেষ হয়ে যাবে আইপিএল। তাই কলকাতাকে মাঠে নামতে হচ্ছে দলের অন্যতম সেরা পেসারকে ছাড়াই, এমনটা নিশ্চিত।
এমনিতেই বল টেম্পারিং ইস্যুতে টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। এর ওপরে টেম্পারিং-কাণ্ডে জড়িত দলের তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শেষ টেস্টসহ নিষিদ্ধ হয়েছেন লম্বা সময়ের জন্য। ড্যারেন লেম্যানও জোহানেসবার্গ টেস্ট শেষে সরে যাচ্ছেন কোচের পদ থেকে। এবার চোটে পড়ে স্টার্কের ছিটকে যাওয়া তাই যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’ই হয়ে দাঁড়িয়েছে।
আগামী ৭ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। শুরুর আগে স্টার্কেরই স্বদেশি ক্রিস লিন আর ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোট যথেষ্টই ভাবাচ্ছিল কলকাতাকে। তাই স্টার্কের চোটে বেড়ে যাচ্ছে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটির দুশ্চিন্তা।