কবে সারবে তামিমের চোট?
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে এই কিছুদিন আগে চোটে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। বাঁ হাঁটুতে ব্যথা পেয়েছিলেন এই বাংলাদেশি ওপেনার। এর পরই পরীক্ষা করাতে তিনি চলে যান থাইল্যান্ডে। অবশ্য সেই পরীক্ষার রিপোর্ট পাঠিয়েছেন অস্ট্রেলিয়ায় শল্যবিদ ডাক্তার ডেভিড ইয়াংয়ের কাছে। সে রিপোর্ট পর্যালোচনা করে তিনি মতামত পাঠিয়েছেন বিসিবিতে।
অস্ট্রেলীয় শল্যবিদের মতামত এবং তামিমের চোট নিয়ে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘সমস্যাটা হয়েছে ডাইভ দিতে গিয়ে। আঘাত পাওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম পায়নি সে। আবার মাঠে নেমে পড়তে হয়েছে। এখন ওর বিশ্রাম দরকার। বিশ্রামই তাঁর চোটটা সারিয়ে তুলবে। আমাদের কাজ হচ্ছে শরীরকে সহায়তা করা। এখানে বাড়তি কিছুই করা যাবে না। কোনো ওষুধ, ইনজেকশন দেওয়া যাবে না।’
বাংলাদেশি ওপেনারের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘প্রতিটি সমস্যার সমাধান অস্ত্রোপচার নয়। তাঁর প্রাকৃতিকভাবে চিকিৎসা হচ্ছে। একটু ব্যথা আছে, ব্যথা কমাতে আমরা শুধু ফিজিওথেরাপি দেওয়া হবে। কিছু ব্যায়াম করবে সে। এ ধরনের চোট সারতে ৪-৬ সপ্তাহ লাগে। আশা করি নির্দিষ্ট সময়ে সেরে উঠবে সে।’
গত ১ মার্চ পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ হাঁটুতে ব্যথা পেয়েছিলেন তামিম। এই ব্যথা নিয়ে তিনি নিদাহাস ট্রফিসে খেলেছিলেন।