বেলের জোড়া গোলে রিয়ালের জয়
রিয়াল মাদ্রিদের তুলনায় লাস পালমাস বেশ দুর্বল দলই বটে। এমন দলের বিপক্ষে ম্যাচের আগে তাই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, ইসকো, রামোসকে বিশ্রাম দিয়েই দল ঘোষণা করেছেন। তাতে অবশ্য বড় ব্যবধানের জয় পেতে বেগ পেতে হয়নি রিয়াল মাদ্রিদের। গ্যারেথ বেল-বেনজেমার দারুণ গোলে লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে জিদানের দল।
রিয়াল মাদ্রিদের সেরা তারকা পর্তুগিজ রোনালদোকে ছাড়া ম্যাচে নেমে প্রথমে কিছুটা শঙ্কাও জেগেছিল মাদ্রিদ শিবিরে। তবে সে শঙ্কা ধোপে টেকেনি। ম্যাচের ১৪ মিনিটেই গোলের সুযোগ পেয়ে যান বেনজেমা। তবে তাঁর শট রুখে দেন পালমাসের গোলকিপার। ২৬ মিনিটে প্রথম গোল করে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পালমাসের গোলকিপারের মাথার ঠিক বাঁ পাশ দিয়ে বল জালে জড়ান গ্যারেথ বেল। ম্যাচের ৩৮ মিনিটে ভাস্কুয়েজকে ডি-বক্সের ভেতর ফাউল করলে সুযোগ পায় জিদানের দল।
রোনালদোর অনুপস্থিতিতে পেনাল্টি থেকে গোল আদায় করে ২-০ গোলে দলকে এগিয়ে দেন বেনজেমা।
২-০-তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরেও রিয়ালের আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে আবার পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। এবার বেলকে ডি-বক্সের ভেতর ফাউল করেন পালমাসের জিমো নাভারো। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন বেল।
৬৭ মিনিটে বেনজেমা ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্যর্থ হন। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষে আছে।