ম্যানইউর জয়রথ চলছেই
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ চলছেই ম্যানচেস্টার ইউনাইটেডের। গতকাল শনিবার রাতে সোয়ানসিকে হারিয়ে টানা চতুর্থবার ম্যাচ জেতার স্বাদ পেয়েছে ইংলিশ ক্লাবটি। হোসে মরিনিয়োর দলটি ২-০ গোলে হারিয়ে দিয়েছে সোয়ানসিকে।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই বল নিজেদের দখলে রাখে ম্যানইউ। ম্যাচ শুরু হতে না হতেই মাত্র পাঁচ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন রোমেলু লুকাকু। অ্যালেক্স সানচেজের বাড়ানো বল সহজেই জালে জড়ান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ম্যাচের দশম মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন লুকাকু। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে ব্যর্থ হন এই তারকা।
ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। লিনগার্ডের বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চিলির ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে আবারও বল জালে জড়ান সানচেজ। তবে লুকাকু অফসাইডে থাকার কারণে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়া থেকে বঞ্চিত হন চিলির এই তারকা।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সোয়ানসি। বেশ কয়েকটি আক্রমণও করে তারা। তবে তাদের সে প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। অপর প্রান্তের গোলবার যে আগলে রেখেছিলেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ডেভিড ডি গিয়া! ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই বল জালে জড়ানোর সুযোগ পায়নি। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।
এই ম্যাচে জয়ের ফলে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড। ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।