হংকংয়ে বাংলাদেশের মেয়েদের শিরোপার উল্লাস

আগের দুই ম্যাচেও দারুণ জয় ঘরে তুলে ছিল বাংলাদেশের মেয়েরা। হংকংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। স্বাগতিকদের বিপক্ষে জিতেছে ৬-০ গোলে। তাই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ।
চার দলের এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের দলের মেয়েরা।
আজ রোববার তৃতীয় ম্যাচেও দারুণ উজ্জ্বল ছিল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন তহুরা খাতুন। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাজেদা খাতুন। পরের মিনিটে তহুরার ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশ দলের কাছে।
দ্বিতীয়ার্ধেও সে ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে শামসুন্নাহার দলের পক্ষে চতুর্থ গোল করেন। পাঁচ মিনিট পর আনুচিং মোগিনি করেন দলের পক্ষে চতুর্থ গোল। আর ৭৪ মিনিটে তহুরা প্রতিপক্ষ দলের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
এর আগে ইরানের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তহুরা। আসরে এটি তাঁর টানা দ্বিতীয় হ্যাটট্রিক। তাঁর অসাধারণ সাফল্য দলের শিরোপা জয়ে রেখেছে মূলব্যান অবদান।