শুভ জন্মদিন তাসকিন

বাংলাদেশের ক্রিকেটে যে কজন উদীয়মান তারকা আছেন, তাঁদের মধ্যে অন্যতম পেসার তাসকিন আহমেদ। দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার নিজের চেষ্টায় উঠেছেন সাফল্যের শিখরে। বল হাতে দেশকে এনে দিয়েছিলেন বেশ কিছু সাফল্য। বর্তমান সময়টা খুব একটা ভালো না গেলেও তাঁর সামর্থ্য নিয়ে সংশয় নেই কারো। তারুণ্যের অহঙ্কার এই ক্রিকেটারের আজ জন্মদিন। ২৩ বছরে পা রাখলেন তিনি। ১৯৯৫ সালের আজকের দিনে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম তাজিন।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘাদেহী ক্রিকেটারের জাতীয় দলে আবির্ভাব ধূমকেতুর মতোই। ২০১৪ সালের জুনে ঢাকায় ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তাসাকিনের। সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৮ রান দিয়ে ভারতের ৫ উইকেট তুলে নিয়ে সবার নজর কাড়েন। অবশ্য জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই ২০১২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই ভিডিও লোকজনকে তাঁর প্রতি আগ্রহী করে তোলে।
মাঝে এই তরুণ ক্রিকেটারকে খুব বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়। এ জন্য নিষিদ্ধও হন তিনি। অবশ্য কিছুদিন পর ফিরেও আসেন। সময়টা এখনো তেমন ভালো যাচ্ছে না তাসকিনের। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েন বাজে পারফরম্যান্সের কারণে। নির্বাচকরা আবার ফিরিয়ে আনলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আবারও তাঁকে ছিটকে যেতে হয় একাদশের বাইরে।
এ পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৫৬টি ম্যাচ খেলেছেন এই পেসার। বল হাতে তুলে নিয়েছেন ৬৪টি উইকেট। তাসকিন জাতীয় দলে আবারও বল হাতে স্বরূপে ফিরে আসবেন—জন্মদিনে এটাই প্রত্যাশা।