রিয়াল-জুভেন্টাসের জমজমাট লড়াইয়ের অপেক্ষা

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আলিয়ানজ স্টেডিয়ামে প্রথম লেগে দুদল মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের এ লড়াইয়ে।
আজ রাতের ম্যাচকে ঘিরে দুদলই নিজেদের প্রস্তুত করার কাজটি সেরে রেখেছে। জুভেন্টাসকে দুর্বল দল ভাবার কোনো অবকাশ নেই। গত বছর চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী বার্সেলোনাকে তারাই বিদায় করে দিয়েছিল লিগ থেকে। অন্যদিকে জিনেদিন জিদানের শিষ্যরা যে চাপ নিয়ে খেলে ম্যাচ নিজেদের বগলদাবা করতে পারে, তার প্রমাণ তারা এর আগেও দিয়েছে। বলাই যায়, আজ দুদলের লড়াইটা হবে জমজমাট।
রিয়াল মাদ্রিদ কোচ জিদান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন জুভেন্টাসের হয়ে। স্মৃতিকাতর হয়ে দোটানার বিষয়টি উড়িয়ে দেন এই সফল কোচ। তিনি বলেন, ‘আমি অন্য কিছু নিয়ে ভাবছি না। আমি শুধু ক্লাবের (রিয়াল মাদ্রিদ) হয়ে জয় চাই, যা আমাকে পূর্ণতা এনে দেবে।’
অবশ্য জিদান মনে করেন, এই ম্যাচটা তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্যারিয়ারে এ দুটো টিম তাঁকে পূর্ণতা এনে দিয়েছে। তবে ম্যাচ শুরুর পর অন্য কিছু না ভেবে কেবল নিজেদের কৌশলের পথে এগিয়ে যেতে চান এই মাদ্রিদ কোচ। জিদানের কাছে মনে হয় না ম্যাচ জেতা খুব একটা সহজ হবে। জুভেন্টাস আগের চেয়েও আরো বেশি পরিণত বলেই মনে করেন তিনি। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুস, অ্যাসেন্সিও, কেইলর নাভাস, সার্জিও রামোস, মার্সেলো, ক্যাসিমেরো, বেনজেমাসহ বেশ শক্তিশালী একাদশই নামাচ্ছেন রিয়াল কোচ জিদান।
অন্যদিকে, জুভেন্টাস শেষ ষোলোর লড়াইয়ে টটেনহাম হটস্পারের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। জুভেন্টাসের দুই ফরোয়ার্ড আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা জাতীয় দলে ব্যর্থ হলেও ক্লাবে আছেন দারুণ ফর্মে। এর আগেও নিশ্চিত পরাজয়ের হাত থেকে গোল করে নিজেদের প্রমাণ করেছেন এ দুই আর্জেন্টাইন। ব্রাজিলিয়ান তারকা অ্যালেক্স সান্দ্র ইনজুরি কাটিয়ে ফিরে এসেছেন একাদশে। ইতালির কিংবদন্তি জিয়ানলুইজি বুফন তো জুভেন্টাসের গোলপোস্টের রক্ষী হয়ে আছেনই। বলা যায়, আজ রাতে এই মৌসুমের অন্যতম হাই ভোল্টেজের ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ফুটবলবিশ্ব।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে নিজেদের মাঠে একই সময়ে সেভিলা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।