মুস্তাফিজের জন্য মুম্বাইয়ে নাফিস ইকবাল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুটি মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে খেলেছিলেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান। এ বছর অবশ্য দলবদল করে তিনি যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। মুম্বাই দুই কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে এই তরুণ টাইগারকে। মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশ দলের সফল ওপেনার তামিম ইকবালের ভাই নাফিস ইকবালও যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে ব্যাট-প্যাড হাতে মাঠে নামার জন্য নয়। তিনি মূলত মুস্তাফিজের জন্যই মুম্বাইয়ের পথে উড়াল দিয়েছেন। মুস্তাফিজের দোভাষী হিসেবে তিনি যোগ দিয়েছেন দলটিতে।
মুস্তাফিজকে নিয়ে একটু বেশিই চিন্তিত মনে হচ্ছে মুম্বাইকে। তবে প্রধান সমস্যা ভাষাগত। ইংরেজি ভাষায় মুস্তাফিজের তেমন দক্ষতা নেই। তাই দলটির সঙ্গে এই পেসারের একটা দূরত্ব থেকে যাবে। এ বিষয় বিবেচনা করে নাফিসকে দলে যুক্ত করেছে তারা। মুস্তাফিজকে সাহায্য করা এবং দলটির সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দেওয়াটাই মূলত নাফিসের প্রধান কাজ।
এ ব্যাপারে নাফিস তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে এবং অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা। কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানকে ভাষাগত সাহায্য করার জন্যই মূলত আমাকে মুম্বাই টিমের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধন্যবাদ।‘
এর আগে নাফিস বিপিএলে খুলনা টাইটানসের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ মাহেলা জয়াবর্ধনে ছিলেন টাইটানসেরও কোচ। মূলত তাঁর পরামর্শেই নাফিসকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক এই তারকা।