বড় জয়ে সিরিজও দক্ষিণ আফ্রিকার
হার দিয়েই সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শুরু করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বহু নাটকের মোড়কে মোড়ানো সিরিজটা শেষে জয়ী দল অবশ্য প্রোটিয়ারাই। সিরিজের শেষ টেস্টও তারা জিতে নিয়েছে ৪৯২ রানের বিশাল ব্যবধানে। সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজটাও বগলদাবা করেছে স্বাগতিকরা।
৬১২ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অতিথিরা যে ভুলেও জয়ের স্বপ্ন দেখেনি, সেটা নিশ্চিত। জোহানেসবার্গে ড্র তো আসেইনি, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়েছে অসিরা। ফল, বড় পরাজয়ের সঙ্গে খোয়াতে হয়েছে সিরিজটাও।
এর আগে দু প্লেসির সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৬৬ রান তুলে স্বাগতিকরা ঘোষণা করে ইনিংসে। সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। তবে ভারনন ফিল্যান্ডারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে সে চেষ্টার আশপাশেও যেতে পারেনি অতিথিরা।
আগের দিনের তিন উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া এদিন মাত্র ৩১ রানে হারিয়েছে নিজেদের শেষ সাত উইকেট। ভারনন ফিল্যান্ডার বলা চলে একাই গুঁড়িয়ে দিয়েছেন সফরকারীদের।
টেস্ট ক্যারিয়ারের ১৩তম পাঁচ উইকেট নেওয়ার দিন মাত্র ২১ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ছয় উইকেট। টেস্টের জার্সিতে এটাই ফিল্যান্ডারের সেরা বোলিং। দলপতি ফাফ দু প্লেসির শতক ছাপিয়ে তাই ম্যাচসেরার পুরস্কারটাও তাঁর।
চার ম্যাচের সিরিজে মোট ২৩ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা হয়েছে সিরিজসেরা খেলোয়াড়।