অপ্রতিরোধ্য বার্সেলোনার সামনে রোমা

চ্যাম্পিয়নস লিগ আবার ঘুরে এসেছে ক্যাম্প ন্যুতে। যেখানে গত পাঁচ বছর ইউরোপসেরা এই আসরে পরাজয়ের স্বাদ পায়নি আর্নেস্তো ভালভার্দের দল। ২০১৩ সালের ১ মে থেকে এই স্টেডিয়ামে অপরাজিত আছে মেসি বাহিনী। সেবারই তারা শেষ হেরেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে।
অপরাজিত এই স্টেডিয়ামে আজ বুধবার দিবাগত রাতে বার্সেলোনা স্বাগত জানাবে ইতালীয় ক্লাব রোমাকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ক্যাম্প ন্যুর মাঠ মাতাবে এই দুই দল।
নিজেদের মাঠে বার্সেলোনা আছে বেশ সুবিধাজনক অবস্থানে। এর আগে ইতালিয়ান এই ক্লাবের বিপক্ষে বার্সা ১২ ম্যাচেই আছে অপরাজিত। দলের সেরা তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিও পেয়েছেন ১২ গোল। তা ছাড়া দারুণ ফর্মে থাকা মেসি চ্যাম্পিয়নস লিগে কিছুদিন আগেই পেয়েছেন শততম গোলের দেখা।
তবে এসব বিবেচনায় রেখে আত্মতুষ্টিতে ভুগতে চান না বার্সেলোনা কোচ ভালভার্দে। দলটির কোচ সতর্ক করে দেন, এটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ। রোমাকে খাটো করে দেখার অবকাশ নেই। এর আগের রাউন্ডের বাধা পেরিয়েই তারা এ পর্যন্ত এসেছে। নিশ্চয়ই তারা জয়ের জন্যই মাঠে নামবে।
তবে রোমার বিপক্ষে জিতে শেষ চার নিশ্চিত করার কাজটাও এগিয়ে রাখতে চান সফল এই কোচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘গ্রুপ পর্বে রোমার খেলা দেখে মনে হয়নি তাদের কোয়ার্টার ফাইনালে ওঠা কোনো বিস্ময়ের সৃষ্টি করেছে। তারা আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিহত করার জন্যই খেলে। তবে আমরা সতর্ক আছি। মাঠে শুধু ভালো খেললেই হবে না, আমাদের কৌশলী খেলায় অগ্রসর হতে হবে।’
সিরি ‘এ’ লিগে রোমার যদিও আলাদা খেলার ধরন রয়েছে। মাঠে তারা যথেষ্ট চাপ নিয়ে খেলতে পারলেও তাদের যত ভয় বিশ্বের অন্যতম সেরা তারকা মেসিকে নিয়ে। রোমা কোচ ফ্রান্সেসকো জানান, দলের লক্ষ্যই থাকবে যতটা সম্ভব মেসিকে আটকে রাখা।
চ্যাম্পিয়নস লিগের অন্য হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। একই সময়ে অ্যানফিল্ডে দুদল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে মাঠে নামবে।