ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। নিজেদের মাঠে অতিথি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করেছে তারা।
করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ১৫৩ রান। মারলন স্যামুয়েলস ৩১ ও আন্দ্রে ফ্লেচার ৫২ রানের দুটি ইনিংস খেলে দলকে এই সংগ্রহ গড়ে দিতে মূল ভূমিকা রাখেন। শেষ দিকে দিনেশ রামদিন ১৮ বলে ৪৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে শাদাব ২৭ রানে দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন ফখর জামান। তিনি ১৭ বলে ৪০ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আরেক ওপেনার বাবর আজম ৫১ রান করেন। এ ছাড়া তালাত ও আসিফ আলি যথাক্রমে ৩১ ও ২৫ রানের দুটি ইনিংস খেলে দালকে দারুণ সাফল্য এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভার ১৫৩/৬ (ফ্লেচার ৫২, স্যামুয়েলস ৩১, রামদিন ৪২*; শাদাব ২৭/২, উসমান ৩৪/১, আশরাফ ৩৩/১ )।
পাকিস্তান : ১৬.৫ ওভারে ১৫৪/২ (ফখর ৪০, বাবর ৫১, তালাত ৩১*, আসিফ ২৫*; স্মিথ ৩৮/১)।
ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।