শতকের অপেক্ষা ফুরাল সৌম্যের

এই কিছুদিন আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে একরকম ব্যর্থই হয়েছিলেন সৌম্য সরকার। পাঁচ ম্যাচের একটিতেও ব্যাট হাতে খুব একটা উজ্জ্বলতা ছড়াতে পারেননি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে নেমে সেই তিনিই কি না দারুণ সাফল্য পেয়েছেন। অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্রের হয়ে খেলতে নেমে চমৎকার একটি সেঞ্চুরি করেছেন তিনি।
আজ বুধবার বিকেএসপিতে রেলিগেশন লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরিটি করেন সৌম্য। তাঁর চমৎকার শতকের ওপর ভর করে অগ্রণী ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ গড়ে, যাতে এই বাঁহাতি ব্যাটসম্যান করেন ১৫৪ রানের দারুণ ইনিংস। ১২৭ বলে নয়টি চার ও ১১টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।
শুধু আন্তর্জাতিক আসরেই নয়, ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন পর এই সেঞ্চুরি করলেন সৌম্য। প্রিমিয়ার লিগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি ২০১৪ সালে। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
এদিনের চমৎকার সেঞ্চুরি বেশ আত্মবিশ্বাস জোগাবে সৌম্যকে, যা পরবর্তী সময়ে জাতীয় দলের হয়েও কাজে আসবে।
এর আগে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮৯ রানের একটি ইনিংস খেলেছিলেন সৌম্য। আসরে এত দিন এটিই ছিল তাঁর সবচেয়ে বড় সংগ্রহ। এবার সেটিকে ছাড়িয়ে গেছেন তিনি।
অবশ্য নিদাহাস ট্রফি থেকে ফিরে আগের দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। কালাবাগান ক্রীড়া চক্র ও রূপগঞ্জের বিপক্ষে দুই ম্যাচে ২৪ রানের দুটি ইনিংস খেলেছিলেন।